সাংবাদিক বেকার হলে কী করে খায় ?

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১৬ জুন, ২০১৩, ০৩:৪২:৪৫ দুপুর



সরকার একটা বিড়ি সিগারেটের কারখানাও বন্ধ করে না

শ্রমিকরা বেকার হবে ভেবে।

অথচ যখন খুশি তখন একেকটা টিভি চ্যানেল,

পত্রিকা বন্ধ করে দেয় ।

হাজার হাজার কর্মরত সাংবাদিক

রাতারাতি বেকার হয়ে যায়।

তারা কী খাবে কোথায় যাবে

কেউ ভাবে না। কে, কাকে ভাবায় ?

বিড়ি শ্রমিকরা তবু রিকশা চালাতে পারে

কিংবা রিকশাওয়ালারা ভ্যান চালায়,

একজন সাংবাদিক বেকার হলে

বলতে পারেন ,কী করে খায় ?

একটা কারখানা বন্ধ হলে শ্রমিকরা কামলাও খাটতে পারে

কিন্তু সংবাদপত্র,টিভি, বন্ধ হয়ে গেলে বেকার সাংবাদিকরা ?

না পারে কামলা খেটে সংসার চালাতে

না পারে ভিক্ষায় নামতে,

ছিনতাই,চুরি,ডাকাতিও চলে না,

তাহলে এক ঝটকায় বেকার করে দেয়া

দেড় হাজার সাংবাদিক কী আসলে মানুষ না ?

বাবা তুমি রক্ত দিয়েছো মুক্ত হবো বলে

আর ছিলোনা অন্য কিছু চাওয়া

বাবা,আমি আবার যদি একাত্তরে ফিরি

দোষ হবে কী আত্মঘাতি হওয়া ?

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File